ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন পান্ডিয়া হার্দিক পান্ডিয়া-ছবি: সংগৃহীত

এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বল করেই মাটিতে লুটিয়ে পড়েন হার্দিক পান্ডিয়া। সঙ্গে সঙ্গে মাঠে দৌড়ে আসেন ভারতের ফিজিও। কিন্তু কিছুতেই উঠে বসতে পারছিলেন না এই তিনি। পরে স্ট্রেচারে করে তাকে বাইরে নিয়ে যাওয়া হয়। একদিন পরে জানা গেল এশিয়া কাপই শেষ হার্দিকের।

লোয়ার ব্যাক ইনজুরি নিয়ে মাঠ ছাড়ার পর হার্দিকের ইনজুরি নিয়ে শঙ্কা দেখে দিয়েছিল। তার চোট যে গুরুতর তাও জানানো হয়েছিল বিসিসিআইয়ের তরফ থেকে।

অথচ যখন পড়ে গেলেন তখন মনেই হয়নি এমন গুরুতর কিছু হয়েছে। তবে উঠে বসতে না পারার সঙ্গে যখন নিঃশ্বাস নিতেই কষ্ট অনুভব করছিলেন তখন বুঝা গিয়েছিল সমস্যা প্রকট।

পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, পিঠের নিচের অংশে টান পড়েছে হার্দিকের। এমতাবস্থায় এশিয়া কাপের পরবর্তী ম্যাচে তার মাঠে নামার কোনো সম্ভাবনা নেই। তার বদলি হিসেবে একাদশে জায়গা পেয়েছেন দীপক চাহার। কয়েক মাস আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হওয়া রাজস্তানের ক্রিকেটার চাহারের ওয়ানডে অভিষেক হতে পারে শুক্রবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।