ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষ ভরসা মাহমুদউল্লাহ’র পর মোসাদ্দেকের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
শেষ ভরসা মাহমুদউল্লাহ’র পর মোসাদ্দেকের বিদায় মাহমুদউল্লাহ রিয়াদ

৬৫ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর হাল ধরেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ (২৫)। কিন্তু দলীয় ১০১ রানে ষষ্ঠ উইকেট হিসেবে বিদায় নেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপের শেষ ভরসা। ওই ১০১ রানেই মোসাদ্দেকের উইকেটও হারিয়েছে বাংলাদেশ।

ইনিংসের ২২তম ওভারের শেষ বলে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারের বল মাহমুদউল্লাহ’র পায়ে লাগে। আম্পায়ার ভারতের আবেদনে সাড়া দিয়ে আউট দিয়ে দেন।

কিন্তু মাহমুদউল্লাহ তার ব্যাটে লেগেছে এমন ইশারা করলেও কোনো রিভিও বাকি না থাকায় দুর্ভাগ্যজনকভাবে বিদায় নিতে হয় তাকে।

পরের ওভারেই রবীন্দ্র জাদেজার চতুর্থ শিকারে পরিণত হয়ে ফেরেন মোসাদ্দেক হোসেন (১২)। বাজে এক সুইপ শট খেলতে গিয়ে ভারতের উইকেটরক্ষক ধোনির হাতে ক্যাচ তুলে দিলে সমাপ্তি ঘটে মোসাদ্দেকের উইকেটের। ১০১ রানেই সপ্তম উইকেট হারিয়ে স্বল্প পুঁজি সংগ্রহ করার পথে টাইগাররা।

এর আগে মোহাম্মদ মিঠুনের বিদায়ের পর স্কোর বোর্ডে ৫ রান যোগ হতেই আবারও উইকেট হারায় বাংলাদেশ। ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজার তৃতীয় শিকার হয়ে ফেরেন বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাটিং ভরসা মুশফিকুর রহিম (২১)। জাদেজার দ্রুতগতির স্পিনে আন-অর্থোডক্স শট খেলতে গিয়ে চাহালের হাতে ক্যাচ দেন মুশফিক। ৬৫ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।

স্কোর বোর্ডে ৬০ রান তুলতেই চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ১৬তম ওভারে ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজার দ্বিতীয় শিকার পরিণত হন মোহাম্মদ মিঠুন (৯)। নিচু হয়ে আসা বল ঠেকাতে ব্যাটে ডিফেন্স করলে বল মিঠুনের পায়ে লাগে। জাদেজার আবেদনে সাড়া দেন নি আম্পায়ার। কিন্তু রিভিওতে দেখা যায় বল আগে ব্যাটে লেগেছে। ক্রিজে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজার করা ইনিংসের দশম ওভারের শেষ বলে বাজে শট খেলে স্কয়ার লেগে থাকা শেখর ধাওয়ানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাকিব আল হাসান (১৭)।

ইনিংসের শুরতেই ব্যাটিং করতে নেমে ১৬ রানেই দুই উকেট হারিয়ে বিপাকে পড়ে যায় টাইগাররা। লিটন দাসের বিদায়ের চার বল পরেই ষষ্ঠ ওভারের প্রথম বলেই বুমরাহ’র বলে স্লিপে থাকা শিখর ধাওয়ানের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন বাংলাদেশের আরেক ওপেনার নাজমুল হাসান শান্ত।

এদিকে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারের বাউন্সারে মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান লিটন দাস। মারার বলই দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। ফাঁদে পা দিয়ে হাঁকাতে গিয়েই ক্যাচ তুলেছিলেন লিটন। ডিপ ব্যাকওয়ার্ডে থাকা ফিল্ডার কেদার যাদব দৌড়ে এসে দারুণ এক ক্যাচ নিলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সুপার ফোরের প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় মাঠে গড়িয়েছে। একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে পাজরের ব্যথা নিয়ে খেললেও আফগানিস্তানের বিপক্ষে বিশ্রামে ছিলেন মুশফিকুর রহিম। এছাড়া মোস্তাফিজুর রহমানকেও রাখা হয় বিশ্রামে। দুজনই ফিরছেন ভারতের বিপক্ষে ম্যাচে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।