ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

রাইডুকে তুলে নিলেন রুবেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
রাইডুকে তুলে নিলেন রুবেল রুবেল হোসেন

ব্যাটিংয়ের পর বোলিংয়েও খুব একটা সুবিধা করতে পারছেন না বাংলাদেশের বোলাররা। ভারতের দলীয় ৬১ রানে শেখর ধাওয়ানকে (৪০)  সাকিব তুলে নেওয়ার পর ২৪তম ওভারের শেষ বলে আম্বাতি রাইডুকে (১৩) উইকেটরক্ষক মুশফিকের ক্যাচের পরিণত করেন পেসার রুবেল হোসেন। তবে শুরুতে মুশফিকের আবেদনে সাড়া দেন নি আম্পায়ার। সঙ্গে সঙ্গে রিভিও নেয় বাংলাদেশ। রিপ্লেতে দেখা যায় বল রাইডুর ব্যাটের কানা ছুঁয়ে মুশফিকের গ্লাভসে ঠাই নেয়। আম্পায়ার সিদ্ধন্ত পাল্টে আউটের ইশারা করলে ১০৬ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে ভারতের।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।