ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

দু্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ইমরুল-সৌম্য

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
দু্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ইমরুল-সৌম্য ইমরুল কায়েস ও সৌম্য সরকার-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এশিয়া কাপে সুপার ফোরের শেষ দুই ম্যাচে অংশ নিতে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন টুর্নামেন্টের মাঝপথে দলে ডাক পাওয়া দুই টাইগার সদস্য ইমরুল কায়েস ও সৌম্য সরকার।

এমিরেটস এয়ারলাইনস যোগে শনিবার (২২ সেপ্টেম্বর) তারা সন্ধ্যা সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান। সৌম্য সরকার ও ইমরুল কায়েস-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমএর আগে টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পুঁচকে আফগানিস্তানের বিপক্ষে ১৩৬ রানের বড় ব্যবধানে হারের পর শক্তিশালী ভারতের কাছে সুপার ফোরে ৭ উইকেটে হেরে যায় মাশরাফি-সাকিবের বাংলাদেশ।

এশিয়া কাপে এমন হারে টাইগার সমর্থকরা এখন হতাশ।

অবশ্য ফাইনালের সম্ভাবনা এখনও টিকে আছে। সেই সম্ভাবনা মাথায় রেখেই টুর্নামেন্টের মাঝপথে ডাক পড়েছে দুই অভিজ্ঞ’ ইমরুল কায়েস ও সৌম্য সরকারের। দু’জনই খুলনায় বিসিবি আয়োজিত চারদিনের ম্যাচ খেলছিলেন। আচমকা দলে ডাক পেয়ে গতকাল রাতে ঢাকা ফিরে শনিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুবাইয়ের বিমান ধরেন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।