ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংলিশ টেস্ট দলে নতুন তিন মুখ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
ইংলিশ টেস্ট দলে নতুন তিন মুখ ররে বার্নস-ছবি: সংগৃহীত

চলতি বছরের নভেম্বরে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে ইংল্যান্ড। আর এই সিরিজকে ঘিরে ইতোমধ্যে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। যেখানে নতুন মুখ হিসেবে নেওয়া হয়েছে ররে বার্নস, অলি স্টোন ও জোন ডেনলিকে।

১০৬টি প্রথম শেণির ম্যাচ খেলা বার্নসকে সদস্য অবসর নেয়া অ্যালিস্টার কুকের যোগ্য উত্তরসূরি ভাবা হচ্ছে।

আগামী ৬ নভেম্বর গলে দু’দলের মধ্যকার প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ড দল: কিয়েটন জেনিংস, ররে বার্নস, জো ডেনলি, জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), অলি পোপ, জস বাটলার, বেন স্টোকস, স্যাম কুরান, ক্রিস ওকস, মঈন আলী, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, অলি স্টোন, আদিল রশিদ, জ্যাক লিচ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।