ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
ব্যাটিংয়ে বাংলাদেশ লিটন দাস-ছবি: সংগৃহীত

ঢাকা: এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। টুর্নামেন্টের গেল ম্যাচের ধারাবাহিকতায় এই ম্যাচেও ওপেন করছেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত।

এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলো বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর। পেসার রুবেল হোসেনের জায়গায় তাকে ডাকা হয়েছে।

আর ব্যাটিং মোসাদ্দেক হোসেন সৈকতের বদলি হিসেবে ডাক পেয়েছেন অভিজ্ঞ ইমরুল কায়েস।

আবুধাবি স্টেডিয়ামে রোববার (২৩ সেপ্টেম্বর) আফগানদের বিপক্ষে টজ জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লাল সবুজের দল।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু ও মোস্তাফিজুর রহমান।

আফগান একাদশ: মোহাম্মদ শাহজাদ, ইহসানুল্লাহ জানাত, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, সামউল্লাহ শেনওয়ারী, আসগর আফগান, মোহাম্মদ নবী, গুলবেদিন নাইব, রশিদত খান,  আফতাব আলম ও মুজিব উর রহমান।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।