ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

অভিষিক্ত অপু, মোসাদ্দেক-রুবেল আউট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
অভিষিক্ত অপু, মোসাদ্দেক-রুবেল আউট নাজমুল ইসলাম অপু-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলো বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর। পেসার রুবেল হোসেনের জায়গায় তাকে ডাকা হয়েছে।

আর ব্যাটিং মোসাদ্দেক হোসেন সৈকতের বদলি হিসেবে ডাক পেয়েছেন অভিজ্ঞ ইমরুল কায়েস।

ওয়ানডে না খেললেও রঙিন পোশাকের অপর ফরম্যাট টি-টোয়েন্টিতে ১৩টি ম্যাচ খেলেছেন চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হওয়া অপু।

যেখান থেকে তার প্রাপ্ত উইকেট ৮টি।

আবুধাবি স্টেডিয়ামে রোববার (২৩ সেপ্টেম্বর) আফগানদের বিপক্ষে টজ জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লাল সবুজের দল।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।