ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

৫ হাজার রানের মাইলফলকে মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
৫ হাজার রানের মাইলফলকে মুশফিক মুশফিকুর রহিম-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্যারিয়ারে ৫ হাজার রানের অনন্য মাইলফলক স্পর্শ করলেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। ক্যারিয়ারের ১৯০তম ম্যাচে অনন্য এই রানের দেখা পান ৩১ বছর বয়সী এই ডানহাঁতি মিডল অর্ডার।

এ ম্যাচের আগে অনন্য উচ্চতার এই রান সংগ্রহে মুশফিকের প্রয়োজন ছিলো মাত্র ৭ রান। ইনিংসের ১১তম ওভারের গুলবাদিন নাইবের ২য় বলটি চার হাঁকিয়ে ৫ হাজারের ঘরে পৌঁছে যান মুশি।

এর ফলে সংক্ষিপ্ত সংস্করণের ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রাহকদের ভেতরে নিজের অবস্থান আরও সুসংহত করলেন মুশফিক।

আগে ৪৯৯৩ রান নিয়ে তিনে থাকা এই ডানহাতি ব্যাটসম্যান ছিলেন তিনে। এখনও সেখানেই আছেন।  ৫৪৮২ রান নিয়ে দুইয়ে সাকিব আল হাসান। আর ৬৩০৭ রানে শীর্ষে তামিম ইকবাল।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।