ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্ত্রীকে মুশফিকের হৃদয়স্পর্শী বার্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
স্ত্রীকে মুশফিকের হৃদয়স্পর্শী বার্তা মুশফিক-কিয়াফাত। ছবি: সংগৃহীত

আফগানিস্তানকে তিন রানে হারিয়ে এশিয়া কাপে এখনও টিকে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে আসরের প্রথম ম্যাচে বড় জয়ে যেমন বড় অবদান মুশফিকুর রহিমের। আসরে টিকে থাকার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও বড় কিছুরই আভাস ছিল মুশফিকের ব্যাটে। কিন্তু ৩৩ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

ব্যক্তিগত স্কোর বড় করতে না পারলেও দলের রোমাঞ্চকর জয়ে শেষটা বেশ উপভোগ করেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ম্যাচ শেষে উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা যায় তাকে।

তবে তার এই উচ্ছ্বাসের আরও একটি কারণ আছে। রোববার ছিল মুশফিকের চতুর্থ বিবাহবার্ষিকী। এমন দিনে দলের জয় যেন উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেয়।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রী জান্নাতুল কিয়াফাত মন্ডির উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দেন। মুশফিক লেখেন-

‘সত্যি করে বললে আমি অনেক বেশি ভাগ্যবান যে তোমাকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে পেয়েছি প্রিয়তমা। যদিও আমি তোমার জন্যে যথেষ্ট করতে পারিনি। তবে সর্বশক্তিমানের প্রতি কৃতজ্ঞতা। সবাই হয়তো বলবে তুমি আমাকে স্বামী হিসেবে পেয়ে ধন্য হয়েছ, তবে সত্যটা পুরোপুরি উল্টো। আমি অনেক বেশি সৌভাগ্যবান যে তোমাকে আমার স্ত্রী হিসেবে পেয়েছি। ’

‘সৃষ্টিকর্তা তোমার মাধ্যমে আমাদেরকে শ্রেষ্ঠ উপহার, আমাদের সন্তান, আমাদের নয়নের মণি মায়ানকে দিয়েছেন। তুমি শুধুমাত্র একজন স্ত্রী নও, তুমি সত্যিকারের একজন চ্যাম্পিয়ন। আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি, কিভাবে কিছু গুছিয়ে নিতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। গত কয়েক বছর ধরে আমার সাথে থাকার জন্য ও আমাকে সহ্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ’

‘আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আমরা যেন মৃত্যুর পরে জান্নাতেও একসাথেই থাকতে পারি। বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা প্রিয়তমা। তুমি জানো আমি তোমাকে কতোটা মিস করছি। ’

২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর তারিখেই সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকা জান্নাতুল কিফায়াত মন্ডির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মুশফিক। চলতি বছরের ৫ই ফেব্রুয়ারি তারিখে এ দম্পতির কোলজুড়ে পৃথিবীতে এসেছে তাদের প্রথম সন্তান শাহরুজ রহিম মায়ান।

বাংলাদেশ সময়ঃ ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।