ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে ছিটকে গেলেন ডু প্লেসিস-আমলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
জিম্বাবুয়ের বিপক্ষে ছিটকে গেলেন ডু প্লেসিস-আমলা কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় নিজেকে সরিয়ে নিয়েছেন নিয়মিত অধিনায়ক ডু প্লেসিস-ছবি: সংগৃহীত

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে দক্ষিণ অাফ্রিকার হয়ে খেলতে পারছেন না অভিজ্ঞ দুই ব্যাটসম্যান হাশিম আমলা ও ফাফ ডু প্লেসিস। কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় নিজেকে সরিয়ে নিয়েছেন নিয়মিত অধিনায়ক ডু প্লেসিস।

অন্যদিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আঙুলে চোট পাওয়া আমলা এই সিরিজ থেকে ছিটকে গেছেন।

আগামী শনিবার (২৯ সেপ্টেম্বর) কিম্বারলিতে প্রথম ওয়ানডেতে আমলার পরিবর্তে প্রোটিয়া দলে সুযোগ পেয়েছেন টেস্ট ওপেনার ডিন এলগার।

আর ডু প্লেসিসের জায়গায় দলের নেতৃত্ব দেবেন জেপি ডুমিনি।

এদিকে টেস্ট স্পিনার কেশব মাহারাজকে অবশ্য ওয়ানডে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি ডলফিনসের হয়ে টাইটান্সের বিপক্ষে চারদিনের ম্যাচে খেলতে নামবেন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।