ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

‘আমরাও ভয়ংকর দল, তারা সেটা জানে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
‘আমরাও ভয়ংকর দল, তারা সেটা জানে’ স্টিভ রোডস। ফাইল ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

সব শেষ তিন দেখায় পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। ২০১৫ সালে দেশের মাটিতে পাকিস্তানকে ধবলধোলাই করার পর ওয়ানডেতে আর দেখা হয়নি বাংলাদেশের সঙ্গে। নিজেদের দিকে সম্ভাবনা ঝুলে থাকলেও প্রতিপক্ষকে মোটেই সহজভাবে নিচ্ছেন না বাংলাদেশ কোচ স্টিভ রোডস। তবে নিজেদের দিনে বাংলাদেশও ভয়ংকর দল এমনটাও জানিয়ে রেখেছেন।

বুধবার (২৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় ‘অঘোষিত’ সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচকে সামনে রেখেই মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রোডস।

এই ম্যাচ নিয়ে নিজের ভাবনা জানিয়ে কোচ বলেন, ‘অসাধারণ একটা সুযোগ পেয়েছি। পাকিস্তান দলকে ভীষণ সমীহ করছি। চ্যাম্পিয়নস ট্রফিতে তারা যা করেছিল, খুব বেশি দিন আগের কথা নয়। ইংল্যান্ডে ভালো খেলেই জিতেছিল। এই টুর্নামেন্টে ওদের একটু আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে। কিন্তু তারা ভয়ংকর দল। নিজেদের দিনে ওরা অনেক ভয়ংকর হতে পারে এবং ভালো ক্রিকেট খেলতে পারে। ক্রিকেট দল হিসেবে তাদের প্রতি শ্রদ্ধা আছে আমাদের। ’

তবে নিজেদের কিছুটা এগিয়ে রেখে রোডস বলেন, ‘চ্যালেঞ্জটা নিতে উন্মুখ আমরা। তবে আমরাও ভয়ংকর দল, তারা সেটা জানে। অসাধারণ লড়াই হতে যাচ্ছে। ম্যাচটা সেমিফাইনালে রূপ নিয়েছে। এখানে আসার পর আমরা এটাই চেয়েছিলাম, এ জায়গাতেই আসতে চেয়েছিলাম। এখন চেষ্টা করব পাকিস্তানকে হারিয়ে ভারতের বিপক্ষে দারুণ একটি ফাইনালে খেলতে। ’

‘যেটা বললাম, তারা কঠিন প্রতিপক্ষ। কিছুটা অনুমেয়। আশা করি, আরেকটা খারাপ দিন যাবে তাদের। তাদের যদি খারাপ দিন আসে আর আমরা ভালো খেলি, আমরা জিতব। তবে আমরা জানি না পাকিস্তানকে কীভাবে দেখা যাবে! সেটি আমোদের নিয়ন্ত্রণেও নেই। আমরা কী করছি, নিয়ন্ত্রণে থাকবে সেটাই। আমাদের লক্ষ্য থাকবে যেন ভালো খেলতে পারি। ’

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।