ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে নেই সাকিব, ফিরেছেন সৌম্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
পাকিস্তানের বিপক্ষে নেই সাকিব, ফিরেছেন সৌম্য সৌম্য-সাকিব/ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ‘অলিখিত সেমিফাইনালে’ দলের মূল স্পিনার ও অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার।

এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে নেই দলের অন্যতম মূল খেলোয়াড় সাকিব আল হাসান।

হাতের আঙুলে আঘাত পাওয়ায় দলে থাকছেন না তিনি।

বুধবার (২৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হয়েছে ম্যাচটি। জয়ী দল পৌঁছে যাবে এশিয়া কাপের ফাইনালে। সেখানে আগেই অপেক্ষা করছে ভারত।  

একদিকে ‘আনপ্রেডিকটাবল’ পাকিস্তান অন্যদিকে আত্মবিশ্বাসী বাংলাদেশ। জমজমাট ম্যাচের অপেক্ষায় আছেন সমর্থকরা। চলতি এশিয়া কাপে প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। উদ্বোধনী জুটির টানা ব্যর্থতাই সৌম্যর ভাগ্য খুলে দিয়েছে। দলে ডাকা হয়েছে রুবেল হোসেনকেও।

পাকিস্তান দলেও এসেছে একটি পরিবর্তন। পেসার মোহাম্মদ আমিরের বদলে দলে ঢুকেছেন আরেক পেসার জুনায়েদ খান।

টসে জিতে ব্যাটিং বেছে নিয়ে মাশরাফি বলেন, ‘উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। গত ম্যাচে ইনিংসের মাঝে বেশকিছু উইকেট হারিয়েছি, কিন্তু ৬ কিংবা ৭ নম্বর ব্যাটসম্যানরা ভালো করেছিলেন, তাই আশা করি আমরা ভালো করব। শান্ত খেলছে না। সৌম্য ফিরেছে। অপু খেলছে না। এবং রুবেল ফিরেছে। এবং সাকিব খেলছে না এটা বড় ক্ষতি। ও আঙুলে আঘাত পেয়েছে। মুমিনুলও ফিরেছে। '

বাংলাদেশের একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।  

পাকিস্তানের একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক/অধিনায়ক), আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, জুনাইদ খান, শাহিন আফ্রিদি।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।