ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের লড়াকু মানসিকতার প্রশংসা লক্ষণের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
বাংলাদেশের লড়াকু মানসিকতার প্রশংসা লক্ষণের পাকিস্তানের বিপক্ষে দারুণ মানসিক শক্তি দেখিয়েছে বাংলাদেশ-ছবি: সংগৃহীত

২৩৯ রানের স্বল্প পুঁজি নিয়েও পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। দলের মূল দুই খেলয়াড় সাকিব-তামিমকে ছাড়াই মাঠে যেভাবে লড়াই করেছেন বাংলাদেশ তার প্রশংসায় পঞ্চমুখ ভারতের সাবেক কয়েকজন ক্রিকেট তারকা। তাদের সবাই বাংলাদেশের লড়াকু মানসিকতার প্রশংসা করতে মোটেও কার্পণ্য করেননি।

সাকিব-তামিমকে ছাড়াই পাকিস্তানকে সুপার ফোরের শেষ ম্যাচ পরাজিত করার পর টাইগারদের প্রশংসা করে টুইটারে সাবেক ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ লিখেছেন, ‘ফাইনালে ওঠায় টাইগারদের অভিনন্দন। সাকিব ও তামিমের অনুপস্থিতি সত্ত্বেও তারা যেভাবে খেলেছে, এটা তাদের মানসিক শক্তির প্রতিফলন ঘটিয়েছে।

সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ টুইট বার্তায় লিখেছেন, ‘ক্রিকেটে কেউ আন্ডারডগ নয়। সমর্থকরা যা চায় তাই হবে এমনটা নয়। অনেকেই ভারত-পাকিস্তান ফাইনালের প্রত্যাশা করেছিলেন, কিন্তু বাংলাদেশ আজ সত্যি দুর্দান্ত খেলেছে। দারুণ পারফরম্যান্স করেছে পাঁচ “ম” “মুশফিক”, “মিঠুন”, “মোস্তাফিজ”, “মাহমুদউল্লাহ” আর “মেহেদি”। দুর্ভাগ্য পাকিস্তানের। ’

আরেক সাবেক ভারতীয় ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ বাংলাদেশের দল হিসেবে ভালো খেলার প্রশংসা করেছেন, ‘ফাইনালে ওঠার জন্য দলগতভাবে দারুণ খেলেছে বাংলাদেশ। জিততেই হবে-এমন দুটি ম্যাচে তারা অসাধারণ মানসিক শক্তি দেখিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।