ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাল্টে গেল বিশ্বকাপ বাছাইয়ের পন্থা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
পাল্টে গেল বিশ্বকাপ বাছাইয়ের পন্থা নতুন নিয়মে বিশ্বকাপ বাছাই। ছবি: সংগৃহীত

২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। কিন্তু এই ১০ দল নির্বাচনে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবার নিয়ে এলো নতুন এক নিয়ম।

ভারতের মাটিতে বসতে যাওয়া ২০২৩ সালের বিশ্বকাপের জন্য মোট ৩২টি দলের মধ্যে বাছাই হবে। আর এই বাছাই পর্ব হবে ছয়টি বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে।

৩২টি দলের মধ্য থেকে ১৩টি দল অংশ নেবে বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজে। এরই মধ্যে এই সিরিজের নাম দেওয়া হয়েছে ‘আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ’।  

এই তেরোটি দল হল, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস।

প্রতিটা দল ২৪টি করে ম্যাচ খেলবে। সেখান থেকে প্রথম ৮টি দল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। তবে বাকি দুদলের কষ্ট একটু বেশিই করতে হবে। এ জন্য তাদের আইসিসির বিভিন্ন প্রতিযোগিতা পার হতে হবে।  

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।