ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

অভিষিক্ত ফজলে রাব্বি, নেই রুবেল হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
অভিষিক্ত ফজলে রাব্বি, নেই রুবেল হোসেন ফজলের রাব্বির অভিষেক। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

ঢাকা: অবশেষে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলো ৩০ বছর বয়সী বাঁহাতি অলরাউন্ডার ফজলে রাব্বির। আর এই ম্যাচ দিয়েই ১৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের অপেক্ষার অবসান হলো এই বাঁহাতির। 

ফজলে রাব্বিকে মূলত দলে ডাকা হয় বাঁহাতের কনিষ্ঠার চোটে মাঠের বাইরে চলে যাওয়া টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের বদলি হিসেবে।

রোববার (২১ অক্টোবরের) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে একাদশে নেই অভিজ্ঞ পেসার রুবেল হোসেন।

বিসিবি সূত্রে জানা যায়, গেল ১৩ অক্টোবর থেকে জ্বরে ভুগছিলেন রুবেল। জ্বরের তীব্রতায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। ফলে স্বাগতিকদের ৬ দিনের অনুশীলন ক্যাম্পে থাকতে পারেননি তিনি। শনিবার (২০ অক্টোবর) হাসপাতাল থেকে ছাড়া পান রুবেল।

সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।  

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি ,মুর্তজা, নাজমুল ইসলাম অপু ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এইচএল/এমকেএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।