সেটি ছিলো তার ক্যারিয়ারের দ্বিতীয় ওয়নডে শতক। আর তৃতীয়টি এল সেই শের ই বাংলায় জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে।
রোববার (২১ অক্টোবর) অনেকটা ধ্বংসস্তুপের মধ্যেই সেঞ্চুরি করে বসলেন ইমরুল। ক্রিজের অপর প্রান্তের ব্যাটসম্যানেরা যখন জিম্বাবুয়ে বোলারদের তোপ সামলাতে না পেরে একে একে ক্রিজ ছাড়ার মিছিলে সামিল হয়েছেন, ঠিক তখনই ব্যাট হাতে একপ্রান্ত আগলে রেখেছেন এই টাইগার ওপেনার।
দারুণ দায়িত্বশীল ব্যাটে তুলে নিয়েছেন বহুল প্রত্যাশিত শতক। যা করতে তাকে খেলতে হয়েছে ১১৮ টি বল এবং সেখানে চারের মার ছিল ৮টি আর ছয়ের মার ৩ টি। স্ট্রাইক রেট ৮৪.৬১।
তার শতকে ভর করেই দলীয় ২শ’ রানের কোটা পার করেছে বাংলাদেশ।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৮
এইচএল/এমএমএস