ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বিকেলে চট্টগ্রাম যাচ্ছেন মাশরাফি-মাসাকাদজারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
বিকেলে চট্টগ্রাম যাচ্ছেন মাশরাফি-মাসাকাদজারা বিকেলে চট্টগ্রাম যাচ্ছেন মাশরাফি-মাসাকাদজারা-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে অংশ নিতে সোমবার (২২ অক্টোবর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে দল। বাংলাদেশ বিমান যোগে এদিন বিকেল ৪টা ৩৫ মিনিটে মাশরাফি ও মাসাকাদজাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম পৌঁছে একদিনের অনুশীলন শেষে আগামী ২৪ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ম্যাচটি গড়াবে ২৬ অক্টোবর।

ওয়ানডে সিরিজ শেষে ৩-৭ নভেম্বর সিলেট আনন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে প্রথম টেস্ট ম্যাচটি। আর এই ম্যাচ দিয়েই নয়োনাভিরাম স্টেডিয়ামটির টেস্ট অভিষেক হবে। দ্বিতীয় ও শেষটি অনুষ্ঠিত হবে ১১-১৫ নভেম্বর  মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে।

গেল রোববার (২১ অক্টোবর) মিরপুর শের ই বাংলায় প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ২২ অক্টোবর, ২০১৮  
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।