চলতি বছরের জুলাই-আগস্টে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে টিভি সম্প্রচার নিয়ে এক লাখ ৬৫ হাজার ডলারের গড়মিল পেয়েছে দেশটির পুলিশ। যেখানে সেই সিরিজের ১৫ শতাংশ অর্থ নাকি নন্দিকা নিজের অ্যাকাউন্টে যোগ করেছেন, এমন অভিযোগ উঠেছে।
বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে ইংল্যান্ড। আর টিভি সম্প্রচারের দায়িত্বে থাকা সনি পিকচার্স লিমিটেডের সঙ্গে এই সিরিজেও ৫.৫ মিলিয়ন ডলার নন্দিকা দাবি করেছে বলে জানায় সনি।
২০১৭ সালে চন্দ্রমালি কোরালের স্থলাভিষিক্ত হয়ে লঙ্কান ক্রিকেটের প্রধান অর্থ বিষয়ক কর্মকর্তা হিসেবে যোগ দেন নন্দিকা। তবে এই ইংল্যান্ড সফরের সময় তিনি দবি করেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। কিন্তু তদন্তে বেরিয়া আসে ব্যাপারটি মিথ্যে।
এ ব্যাপারে পুলিশের মুখপাত্র বলেন, ‘টিভি সম্প্রচার স্বত্ত্ব সনি নেটওয়ার্ক ২০১৩ সাল থেকে শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে কাজ করছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ সিরিজের সময় নান্দিকা সনি টিভির কাছে মূল চুক্তির ১৫ শতাংশ টাকা নিজের একাউন্টে জমা দেয়ার কথা বলেছিলেন। সে সময় সনির কাছ থেকে উদ্দ্যেগ নেওয়া হয়নি। তবে চলতি ইংল্যান্ড সিরিজের চুক্তির ৫০ শতাংশ দাবি করার পরপরই ব্যাপারটি বোর্ডে জানায় সনি নেটওয়ার্ক কর্তৃপক্ষ। ’
এদিকে সম্প্রতি আইসিসির নিয়ম ভাঙার কারণে শ্রীলঙ্কান কিংবদন্তি সনথ জয়সুরিয়ার বিরুদ্ধে দুটি অভিযোগে দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ২৩ অক্টোবর, ২০১৮
এমএমএস