ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

কিউই টি-২০ দলে অ্যান্ডরসন-ফিলিপস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
কিউই টি-২০ দলে অ্যান্ডরসন-ফিলিপস কিউই টি-২০ দলে অ্যান্ডরসন-ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড দলে নেওয়া হয়েছে কোরে অ্যান্ডারসন ও গ্লেন ফিলিপসকে। এ দু’জন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান ‘এ’ দলের হয়ে কিউই ‘এ’ দলের হয়ে খেলছেন।

ইনজুরির কারণে সিরিজ শেষ হয়ে যাওয়া মার্টিন গাপটিলের পরিবর্তে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ফিলিপস। আর ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির পর প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন।

ইনজুরির কারণে বেশকিছু দিন তিনি মাঠের বাইরে ছিলেন।

আগামী ৩১ অক্টোবর আবুধাবিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরে অ্যান্ডারসন, মার্ক চ্যাপম্যান, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, গ্লেন ফিলিপস, সেথ র্যান্স, টিম সেফার্ট, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ২৩ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।