এই সিরিজের আগে টিম পেইনের সহকারী হিসেবে মার্শ ও পেসার জস হ্যাজেলউডকে দায়িত্ব দেওয়া হয়। তবে ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি হ্যাজেলউড।
কিন্তু পারফরম্যান্স দিয়ে নিজেকে প্রমাণ করতে পারেননি মার্শ। দুই টেস্টের চার ইনিংসে তিনি মাত্র ৩০ রান করেছেন।
এ প্রসঙ্গে নিজের ক্ষোভ প্রকাশ করে ওয়ার্ন বলেন, ‘যেখানে সে নিজেকে এখনও দলেই প্রতিষ্ঠিত করতে পারেনি, সেখানে তাকে সহ-অধিনায়ক করাটা অদ্ভুত। ’
৩০ টেস্ট ক্যারিয়ারে মার্শের ব্যাটিং গড় ২৬.০৮। তবে গত অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের মধ্যে দুটি সেঞ্চুরি করে নজর কাড়েন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে এক ইনিংসে ৯৬ রান করেছিলেন।
এরপর থেকেই মূলত বাজে সময় কাটাচ্ছেন ২৭ বছর বয়সী এ তারকা। ১১ ইনিংসে করেছেন মাত্র ১১০ রান। বোলিংটাও ভালো যাচ্ছে না তার। সর্বশেষ ১১ টেস্টে তিনি উইকেট নিয়েছেন সাকুল্যে ৬টি।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ২৩ অক্টোবর, ২০১৮
এমএমএস