ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলি মানুষ নয়: তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
কোহলি মানুষ নয়: তামিম কোহলির সঙ্গে তামিম

আন্তর্জাতিক ক্রিকেটে এক দশক পার করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এই সময়ে তার ব্যাটে তৈরি হয়েছে একের পর এক মাইলফলক। ওয়ানডেতে ১০ হাজার রানের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা কোহলির ঝুলিতে ৩৬টি সেঞ্চুরিও জমা হয়ে গেছে। কোহলির এমন অবিশ্বাস্য ব্যাটিংয়ে অভিভূত বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালও।

ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের রীতিমত শাসন করেন কোহলি। ম্যাচের পরিস্থিতি যেমনই হোক না কেন, তাকে থামানো যেকোনো বোলারের জন্য নিদারুণ কঠিন কাজ।

মাত্র ২৯ বছর বয়সেই ব্যাট হাতে ধারাবাহিকতার সফল প্রতিমূর্তি হয়ে একঝাঁক রেকর্ডের বরপুত্র হয়ে বসেছেন তিনি। টেস্ট আর ওয়ানডেতে তার গড় ৫০-এরও বেশি। টি-টোয়েন্টিতেও তার গড় অবিশ্বাস্য (৪৮.৮৮)।  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত ম্যাচে ১০৭ বলে ১৪০ রানের ইনিংস খেলেছেন কোহলি, যা দেখে টাইগার ওপেনার তামিম বলেন, সব ফরম্যাটেই সেরা কোহলি। তার মতো খেলাটিতে এমন প্রভাব বিস্তার করতে কাউকে দেখেন নি বলেও জানালেন তামিম।

'মাঝে মাঝে তাকে (কোহলি) মানুষ মনে হয়না, বরং আরও বেশি কিছু মনে হয়। কারণ সে যেভাবে পারফর্ম করে, তাতে মনে হয় সে প্রতিটা ইনিংসেই সেঞ্চুরি করবে। নিজের খেলায় উন্নতি করতে সে যেভাবে পরিশ্রম করে তা সত্যি অনবদ্য। ' 

সম্প্রতি মধ্যপ্রাচ্যের খালিজ টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে দেশসেরা এই ওপেনার আরও বলেন, 'তিন ফরম্যাটেই সে সম্ভবত বিশ্বসেরা। ওর ব্যাটিং দেখে যেমন অনেক আনন্দ উপভোগ করা যায়, তেমনই অনেক কিছু শেখা যায়। '

সামনে থেকে কিভাবে দলকে নেতৃত্ব দিতে হয় তার জাজ্বল্যমান উদাহরণ কোহলি। তার পারফরম্যান্স উদাহরণ হিসেবে কাজ করে অনেকের ক্ষেত্রেই। বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিমও তাদের একজন। নিজের ক্রিকেট ক্যারিয়ারে অনেক বড় ক্রিকেট তারকার বিপক্ষে খেলার সুযোগ হয়েছে তার। কিন্তু কোহলিকে তার কাছে সবার চেয়ে আলাদা বলেই মনে হয়েছে।

'বিগত এক দশকে অনেক বড় বড় ক্রিকেট তারকাকে দেখেছি। তাদের সবাই নিজস্ব প্রতিভার অধিকারী ছিলেন। কিন্তু বিরাট সবার চেয়ে আলাদা। এভাবে ক্রিকেটকে শাসন করতে আমি কাউকে দেখিনি। '

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ বুধবার (২৪ অক্টোবর) ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত। প্রথম ম্যাচে ১০৭ বলে ১৪০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন কোহলি। ওই ম্যাচ শেষে ওয়ানডেতে তার রান দাঁড়ায় ৯ হাজার ৯১৯-এ। ম্যাচ খেলেছেন মাত্র ২১২টি। আজকের ম্যাচে আর ৮১ রান করলেই দশ হাজারি ক্লাবে প্রবেশ করবেন কোহলি।

অন্যদিকে আজ বুধবার (২৪ অক্টোবর) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু গত এশিয়া কাপের প্রথম ম্যাচে পাওয়া হাতের চোট তাকে এই সিরিজের দলে থাকতে দেয়নি। খালিজ টাইমসের সঙ্গে ওই ম্যাচ নিয়েও কথা বলেন তামিম।  

এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট নিয়েও একহাতে ব্যাট করতে নেমে দারুন প্রশংসিত হন তামিম। ওই ঘটনা তার জন্য গর্বের বিষয় বলেই জানালেন এই ওপেনার।  

'আমি ভেবেছিলাম একটা বল যদি আমি খেলতে পারি দল হয়তো আরও ৫-১০ রান বেশি পাবে। কিন্তু মুশফিকের ব্রিলিয়ান্ট ব্যাটিংয়ে আমরা ৩২ রান পেয়ে গেলাম। '

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।