ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘তামিমের মাঠে’ তামিমকে মিস করছেন সবাই

মিজানুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
‘তামিমের মাঠে’ তামিমকে মিস করছেন সবাই জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে পারছেন না তামিম। ছবি: বাংলানিউজ

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: এশিয়া কাপের সেই ম্যাচের কথা মনে আছে? লঙ্কান বোলার সুরঙ্গা লাকমলের মারাত্মক সব ডেলিভেরি অপর প্রান্তে দাঁড়িয়ে এক হাতেই মোকাবেলা করেছিলেন তামিম? যে ম্যাচের শুরুতে এই লাকমলের বলেই আঙুলে মারাত্মক আঘাত পেয়েছিলেন তিনি?

দুবাইয়ের সেই ম্যাচের পর এক মাস ৮ দিন পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি সুস্থ হননি দেশ সেরা হার্ড হিটার ওপেনার তামিম। ইনজুরির কারণে আপাতত বিশ্রামেই আছেন তিনি।

তাই খেলতে পারছেন না জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে।

দুই বছর ১১ দিন পর চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে রঙিন জার্সির খেলা। ইউসিবি-ওয়ালটন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে টাইগার বাহিনী।

খেলা উপভোগ করতে সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দর্শকের ঢল নামতে শুরু করলেও তাদের মধ্যে উচ্ছ্বাস কিছুটা কমই। কারণ একটাই। এই প্রথম যে তামিমের শহরে তামিমকে ছাড়াই মাঠে নামছেন ম্যাশরা!

যার প্রমাণ পাওয়া গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইব্রাহিম সিফাতের কথায়। তিনি বাংলানিউজকে জানালেন, তামিমের মারকুটে ব্যাটিং দেখেই বড় হয়েছি আমরা। ইনিংসের শুরতে চার-ছয়ের ফুলঝুরি মানেই তামিম। তাই তামিমকে ছাড়া বাংলাদেশ দলের খেলা বর্ণহীন মনে হয়। তবে বাংলাদেশ দলের জন্য শুভ কামনা সব সময়।

খেলা দেখতে আসা ব্যাংকার আবদুর রহিম বললেন, ১ হাজার টাকার টিকেট ১ হাজার ৪০০ টাকা দিয়ে কিনে খেলা দেখতে এসেছি। ইমরুল-লিটনদের প্রতিটি শটে তামিমকে মিস করব। এতদিন পর ঘরের মাঠে খেলা হচ্ছে। সেখানে তামিম নেই। আক্ষেপতো থাকছেই।  

চট্টগ্রামের সাগরিকার বহু দর্শকের মনেই এমন আক্ষেপ। ঘরের মাঠে খেলা, অথচ ঘরের ছেলে মাঠে নেই।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এমআর/টিসি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।