ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে ডাক পেলেন শাহাদাত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
প্রস্তুতি ম্যাচে ডাক পেলেন শাহাদাত পেসার শাহাদাত হোসেন।

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের জন্য ১২ সদ‌স্যের বিসিবি  একাদশের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রি‌কেট বোর্ড (বিসিবি)। যেখানে ডাক পেয়েছেন জাতীয় দলে নিয়মিত হওয়ার চেষ্টায় থাকা পেসার শাহাদাত হোসেন। 

লাল সবুজের জার্সি গায়ে সাদা পোষাকে শাহাদাতকে সবশেষ দেখা গিয়েছিল ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে।

তিন বছরের  জাতীয় দলের বাইরে থাকা শাহাদাত এনসিএলের চলতি আসরে আছেন দারুণ ফর্মে।

 চার ম্যাচে তার উইকেট ১২টি।  

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি গড়াবে ২৯-৩১ অক্টোবর।

বিসিবি একাদশ স্কোয়াড: ফজলে রাব্বি, মিজানুর রহমান, নাজমুল হোসেন শান্তু, মোহাম্মদ জাকির হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত,  আরিফুল হক, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, এবাদত হোসেন, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও শাহদাৎ হোসেন রাজিব।

তিন দিনের প্রস্তুতি ম্যাচটি শেষে ৩ -৭ নভেম্বর সিলেটে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এইচএল/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।