ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় ম্যাচে বাংলাদেশ দলে ব্যাপক পরিবর্তনের আভাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
তৃতীয় ম্যাচে বাংলাদেশ দলে ব্যাপক পরিবর্তনের আভাস দলে আসতে পারে একাধিক পরিবর্তন। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

সিরিজ জয় করে নিশ্চিন্তে আছে বাংলাদেশ। আগেই বলা হয় এই জিম্বাবুয়ে সিরিজ থেকেই টাইগাররা শুরু করেছে ২০১৯ সালের বিশ্বকাপ প্রস্তুতি। তাই এখন থেকেই পরীক্ষানিরীক্ষা করে দলকে ঝালিয়ে নেওয়ার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। তারই ধারাবাহিকতায় শুক্রবারের (২৬ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা খোদ এমন আভাস দেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এক পর্যায়ে অধিনায়ক বলেন, ‘আরিফকে একটি সুযোগ অবশ্যই দেয়া যায়।

আবু হায়দার রনি আছে। এছাড়াও রুবেল নিজেকে প্রমাণ করেছে, সেও আছে। কাজেই তাকে পরখ করে দেখার কিছুই নেই। শান্ত যদিও এশিয়া কাপের মতো বড় মঞ্চে পরপর তিনটি সুযোগ পেয়েছে। হয়তো সামনেও পাবে। ’

শুধু অধিনায়কের আভাসই নয়। নাজমুল হাসান শান্ত, আরিফুল হক ও আবু হায়দার রনির তৃতীয় ম্যাচে একাদশে আসা অনেকটাই নিশ্চিত। বিশ্রামে থাকতে পারেন মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও নতুন আসা ফজলে রাব্বি। তবে শুধু এই তিন পরিবর্তনই নয়, টিম ম্যানেজমেন্টের আভাস অনুযায়ী আরও পরিবর্তন হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

এদিকে সিরিজের মাঝে দলে ডাকা হয় সৌম্য সরকার। তাকেও সুযোগ দেওয়া হতে পারে তৃতীয় ওয়ানডেতে। এছাড়া, বিশ্রামে রাখা হতে পারে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকেও।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।