ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সিলেট পৌঁছালো জিম্বাবুয়ে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
সিলেট পৌঁছালো জিম্বাবুয়ে সিলেট পৌঁছালো জিম্বাবুয়ে-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ওয়ানডে সিরিজ শেষে টেস্ট সিরিজের শেষ প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। যেখানে দুই ম্যাচ সিরিজের প্রথমটি আগামী ৩ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এই সিরিজকে ঘিরে বেশকিছু দিন ধরেই সিলেটে অনুশীলন করে যাচ্ছেন মুশফিক-রিয়াদরা। তবে ম্যাচের একদিন আগে সেখানে পৌঁছালো সফরকারী জিম্বাবুয়ে।

বৃহস্পতিবার (০১ নভেম্বর) বেলা ২টায় চট্টগ্রাম থেকে সিলেটে পৌঁছায় মাসাজাদজার নেতৃত্বে জিম্বাবুয়ে। এ ব্যাপারটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন, সিলেট স্টেডিয়ামের মিডিয়া উইং ফরহাদ কুরাইশি।

এদিকে এই টেস্টের মধ্যদিয়ে প্রথমবারের মতো সিলেট স্টেডিয়ামে সাদা পোশাকের খেলার অভিষেক হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।