ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় ম্যাচেই সিরিজ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
দ্বিতীয় ম্যাচেই সিরিজ পাকিস্তানের অধিনায়কের অাস্থার প্রমাণ দিয়েছেন তরুণ আফ্রিদি/ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজ নিজেদের করে নিলো পাকিস্তান। দুই বল বাকি থাকতেই ছয় উইকেটের বড় জয় তুলে নেয় সরফরাজরা।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরুটা ভালোই করেছিলেন ফিলিপস ও কলিন মুনরো।

ষষ্ঠ ওভারে দলীয় ৫০ রানে শাহীন আফ্রিদির শিকার হন ফিলিপস। ছয় রান পরেই ২৮ বলে ৪৪ রান করে হাফিজের বলে সাজঘরে ফেরেন মুনরো। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট খোয়াতে থাকে কিউইরা।

অধিনায়ক উইলিয়ামসনের ৩৭ ও শেষ দিকে কোরি অ্যান্ডারসনের ২৫ বলে ৪৪ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত সাত উইকেটে ১৫৩ রানের মোটামুটি লড়াকু সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

নিয়ন্ত্রিত বোলিং করে চার ওভারে মাত্র ২০ রান দিয়ে তিন উইকেট তুলে নেন তরুণ পেসার শাহীন আফ্রিদি। মোহাম্মদ হাফিজ ও ইমাদ ওয়াসিম নেন একটি করে উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪০ রানেই সাজঘরে ফেরেন ফখর জামান। ১৫ বলে ২৪ রান করেন তিনি। বাবর আজম ৪০ ও আসিফ আলী করেন ৩৮ রান করে আউট হন। এরপর সমঝে খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান অভিজ্ঞ হাফিজ।

কিউইদের পক্ষে মিলনে দুটি, সাউদি ও মুনরো নেন একটি করে উইকেট। ম্যান অব দ্যা ম্যাচ হন শাহীন আফ্রিদি।

সিরিজের প্রথম ম্যাচে শেষ বলে নাটকীয় জয় পায় পাকিস্তান। ৪ নভেম্বর তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে দুবাইয়ে।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।