ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে-ছবি: সংগৃহীত

সিলেটে সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। আজকের ম্যাচ দিয়েই টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের।

শনিবার (৩ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিনে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা।

 

ওয়ানডেতে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর টেস্ট সিরিজেও জয় দিয়েই শুরু করতে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সিলেটের টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক জয় দিয়ে রাঙানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ।

আজকের ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হতে যাচ্ছে আরিফুল হক, নাজমুল ইসলাম অপুর। আর জিম্বাবুয়ের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে ব্র্যান্ডন মাভুতার।

বাংলাদেশের একাদশ
লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম, আবু জায়েদ।

জিম্বাবুয়ের একাদশ
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চ্যারি, ব্র্যান্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা (উইকেটরক্ষক০, ব্র্যান্ডন মাভুতা, ওয়েলিংটন মাসাকাদজা, কাইলি জারভিস, টেন্ডাই চাতারা।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।