ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটের ক্লাসিক ফরম্যাটে অভিষেক সিলেট স্টেডিয়ামের

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
ক্রিকেটের ক্লাসিক ফরম্যাটে অভিষেক সিলেট স্টেডিয়ামের টেস্ট ভেন্যু হিসেবে অভিষিক্ত হলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: টি-টোয়েন্টি আর ওয়ানডে ফরম্যাটের পর এবার ক্রিকেটের ক্লাসিক ফরম্যাট তথা টেস্ট ক্রিকেট আয়োজনের অভিষেক হলো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের।

শনিবার (০৩ নভেম্বর) সকাল ১০টা বাজার ৫ মিনিট আগে ‘ফাইভ মিনিট বেল’ বাজিয়ে অভিষেক টেস্টের সূচনা করা হয়। ঘন্টা বাজান ১৯৯৭ সালে আইসিসি ট্রফিজয়ী দলের অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান, সাবেক অধিনায়ক ও জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার, সিলেটের হয়ে জাতীয় দলে খেলা সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত।

ঘণ্টা বাজিয়ে টেস্ট ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খানখেলা শুরুর আগে দিনটিকে স্মরণীয় করে রাখতে দু’দলের খেলোয়াড়রা লাল গালিচা দিয়ে মাঠে প্রবেশ করেন। এসময় তাদের হাতে অভিষেক ম্যাচের স্মারক তুলে দেন সংশ্লিষ্টরা।

অভিষেক ম্যাচে মাঠে বল গড়ায় সকাল ১০টায়। তার আগে টেস্ট ম্যাচের টস হয় বিশেষ কয়েনে। তাতে জিম্বাবুয়ে টস জিতে ব্যাটিং বেছে নিয়ে মাঠে নামে এবং এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। দুটি উইকেটই পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘন্টা, নভেম্বর ০৩, ২০১৮
এনইউ/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।