ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের বিপক্ষে অপরিবর্তিত ইংলিশ স্কোয়াড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
ক্যারিবীয়দের বিপক্ষে অপরিবর্তিত ইংলিশ স্কোয়াড ক্যারিবীয়দের বিপক্ষে অপরিবর্তিত ইংলিশ স্কোয়াড-ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর একই দলের ওপর আস্থা রেখেছে ইংল্যান্ড। আর এই দলটি নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে দলটি। যেখানে তিনটি টেস্টের পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ক্যারিবীয় সফর করবে ইংলিশরা। সফরে তিনটি টি-টোয়েন্টি থাকলেও সেই দল ঘোষণা করেনি তারা।

লঙ্কান সফরের মাঝে চলে যাওয়া লায়ন্সের হয়ে খেলা ওলি পোপ ফের সুযোগ পেয়েছেন। তবে জেসন রয় এই দলে সুযোগ পাননি।

জনি বেয়ারস্টোর ইনজুরিতে দুর্দান্ত টেস্ট সিরিজ খেলে সিরিজ সেরা হওয়া বেন ফকস টিকে গেছেন। এছাড়া ওয়ানডেতে ডেভিড উইলি ফিরেছেন। রাখা হয়েছে জো ডেনলিকেও।

ব্রিজটাউনে ২৩ জানুয়ারিতে থেকে প্রথম টেস্টে মাঠে নামবে দু’দল।

ইংল্যান্ড টেস্ট দল: জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, স্যাম কুরান, জো ডেনলি, বেন ফকস, কিয়েটন জেনিংসস, জ্যাক লিচ, আদিল রশিদ, বেন স্টোকস, ওলি পোপ, ক্রিস ওকস।

ইংল্যান্ড ওডিআই দল: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কুরান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্ল্যাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।