মঙ্গলবার (১১ ডিসেম্বর) মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানেই শূন্য রানে বিদায় নেন ইমরুল কায়েস। তার আগে ৭ বলে ৫ রান করা লিটন ইনজুরিতে আক্রান্ত হয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।
এরপর হাল ধরেন তামিম-মুশফিক। ইনিংসের ২৪তম ওভারে ৫০ রান করা তামিম বিদায় নিলে জুটির সমাপ্তি ঘটে। কিন্তু তার আগেই দুজনে মিলে গড় তুলেন ১১১ রানের জুটি। এই নিয়ে পঞ্চমবার শতরানের জুটি গড়লেন এই দুই ব্যাটিং ভরসা। বাংলাদেশের হয়ে যা সর্বোচ্চ। এর আগে ৪টি শতরানের জুটি গড়েছিলেন সাকিব-মুশফিক।
তবে আরও একটা জায়গায় তামিম-মুশফিক জুটি এগিয়ে। কারণ, ৪টি শতরানের জুটি গড়তে সাকিব-মুশফিকের লেগেছিল ৭৪ ইনিংস আর ৪২ ইনিংসেই সেই কীর্তি পার করে ফেলেছেন তামিম-মুশফিক জুটি।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এমএইচএম