স্টেইন-ফিল্যান্ডার-রাবাদা-অলিভিয়ের, চার পেসারের সামনে অসহায়ের মতো প্রথম ইনিংসে মাত্র ১৭৭ রানেই গুটিয়ে গেছে সরফরাজ আহমেদরা। অপরদিকে ব্যাটিংয়েও সুবিধাজনক স্থানে থেকেই দিন শেষ করে স্বাগতিকরা।
দক্ষিণ আফ্রিকার হয়ে চার পেসারই ছিলেন সমান ছন্দে। স্পিনার কেশব মহারাজকে বসিয়ে ভারনন ফিল্যান্ডারকে একাদশে আনার সিদ্ধান্ত কতটা ঠিক ছিল তা প্রমানে সময় নেননি এই পেসার। দলে ফিরেই এ পেসার সাজঘরে ফেরান পাকিস্তানের ওপেনার ইমাম-উল হককে।
ডেল স্টেইন নেন তিন উইকেট। পাকিস্তানি মিডলঅর্ডার ধসিয়ে দিয়ে চার উইকেট নেন অলিভিয়ে। কাগিসো রাবাদা নেন ২ উইকেট।
প্রথম দিন শেষে পাকিস্তানের থেকে ৫৪ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ২ উইকেটে ১২৩ রান করে দক্ষিণ আফ্রিকা। হাতে আছে আরও ৮ উইকেট।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এমকেএম