ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘বিশ্বের সব দেশের উইকেটের থেকে বাংলাদেশের উইকেট ভিন্ন’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
‘বিশ্বের সব দেশের উইকেটের থেকে বাংলাদেশের উইকেট ভিন্ন’ সংবাদ সম্মেলনে কথা বলেছেন রবি বোপারা-ছবি: বাংলানিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্রথম ম্যাচেই হার। চিটাগং ভাইকিংসের বিপক্ষে রোমাঞ্চে ভরা ম্যাচে ৩ উইকেটে হেরে গেছে সদ্য সংসদ সদস্য হওয়া মাশরাফি বন মর্তুজার দল রংপুর রাইডার্স।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুরের হয়ে উপস্থিত হলেন রবি বোপারা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

মিরপুরের উইকেট প্রসঙ্গে বোপারা বলেন, ‘আমার মতে, এই উইকেটে আমাদের আরও বেশি রান করা উচিত ছিলো। আমি মনে করি ১৩০ রান চ্যালেঞ্জিং স্কোর হতো। এই উইকেটে শট খেলে জয় পাওয়া খুব কঠিন। তবে মিরপুরের এই উইকেট অননুমেয়। তবে আমরা জানি চট্টগ্রাম ও সিলেটে বড় স্কোর হবে। ১৭০-২০০ হতে পারে। তবে ১৫০ রান সব সময়ই প্রতিপক্ষের জন্য কঠিন। ’ 

‘উইকেটের দোষ দিচ্ছি না। বিশ্বের সব দেশের থেকে বাংলাদেশের উইকেট ভিন্ন। মাঝে মাঝে এরকম উইকেটের জন্য অনেকদিন প্রস্তুতি নিতে হয়। যদি কেউ ভালো ভাবে প্রস্তুতি না নেন তবে ব্যাটসম্যানদের জন্য বেশ কঠিনই হবে। নেটের উইকেট আর মাঠের উইকেটও এক নয়। ধারণা নেওয়া সব সময় কঠিন। ’

পরের ম্যাচে নিজেদের ফিরে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী বোপারা বলেন, ‘আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আমরা অবশ্যই ছন্দে ফিরবো। পরের ম্যাচে খুলনার বিপক্ষে খেলবো আমরা। তারা দারুণ দল। তবে কালকের (৬ জানুয়ারি) ম্যাচে আমরা সম্ভবত গেইলকে পাচ্ছি। তাই ভয় আর চিন্তা করছি না। ’ 

‘আমাদের গেইল ও ডি ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যান আছে। দুজনই বিশ্বমানের ব্যাটসম্যান। এবং প্রতিপক্ষের জন্য ভয়ের। ছয় ম্যাচ পরেই ডি ভিলিয়ার্স যোগ দিচ্ছেন দলে আর আমরা জানি তিনি চট্টগ্রাম ও সিলেটের মাটিতে খেলবেন। যা আমাদের জন্য দারুন খবর। কারণ যদি তিনি তার সেরাটা খেলতে পারেন তবে একমাত্র সৃষ্টিকর্তাই জানেন কী হবে! তিনি (সৃস্টিকর্তা) বোলারদের রক্ষা করুক। '

বাংলাদেশ সময়: ঘন্টা, জানুয়ারি ০৫, ২০১৯
এমকেএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।