ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুরের হয়ে উপস্থিত হলেন রবি বোপারা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
‘উইকেটের দোষ দিচ্ছি না। বিশ্বের সব দেশের থেকে বাংলাদেশের উইকেট ভিন্ন। মাঝে মাঝে এরকম উইকেটের জন্য অনেকদিন প্রস্তুতি নিতে হয়। যদি কেউ ভালো ভাবে প্রস্তুতি না নেন তবে ব্যাটসম্যানদের জন্য বেশ কঠিনই হবে। নেটের উইকেট আর মাঠের উইকেটও এক নয়। ধারণা নেওয়া সব সময় কঠিন। ’
পরের ম্যাচে নিজেদের ফিরে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী বোপারা বলেন, ‘আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আমরা অবশ্যই ছন্দে ফিরবো। পরের ম্যাচে খুলনার বিপক্ষে খেলবো আমরা। তারা দারুণ দল। তবে কালকের (৬ জানুয়ারি) ম্যাচে আমরা সম্ভবত গেইলকে পাচ্ছি। তাই ভয় আর চিন্তা করছি না। ’
‘আমাদের গেইল ও ডি ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যান আছে। দুজনই বিশ্বমানের ব্যাটসম্যান। এবং প্রতিপক্ষের জন্য ভয়ের। ছয় ম্যাচ পরেই ডি ভিলিয়ার্স যোগ দিচ্ছেন দলে আর আমরা জানি তিনি চট্টগ্রাম ও সিলেটের মাটিতে খেলবেন। যা আমাদের জন্য দারুন খবর। কারণ যদি তিনি তার সেরাটা খেলতে পারেন তবে একমাত্র সৃষ্টিকর্তাই জানেন কী হবে! তিনি (সৃস্টিকর্তা) বোলারদের রক্ষা করুক। '
বাংলাদেশ সময়: ঘন্টা, জানুয়ারি ০৫, ২০১৯
এমকেএম/এমএইচএম