আগামী ১৬ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই রাজক্ষমা বলবৎ রাখা হবে। এই সময়ের মধ্যে লঙ্কান ক্রিকেটের অতীত দুর্নীতি কিংবা সম্ভাব্য দুর্নীতির তথ্য আইসিসিকে জানালে কোনো শাস্তি দেবে না সংস্থাটির দুর্নীতি বিরোধী ইউনিট।
১৫ দিনের মধ্যে যদি কেউ দুর্নীতির তথ্য দিতে ব্যর্থ হয় তাহলে তাকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।
বিগত কয়েক মাসে দেশটির সাবেক তারকা ক্রিকেটার সনথ জয়সুরিয়াসহ তিন সাবেক লঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসির অ্যান্টি-করাপশন কোড ভাঙার অভিযোগ আনা হয়েছে। অক্টোবরে ওই অভিযোগের তদন্তে দ্বীপ রাষ্ট্রটিতে গিয়ে সংস্থার জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল দেশটির ক্রিকেটে দুর্নীতির ভয়াবহতা খুঁজে পান।
মার্শালের ওই তদন্তের পর সাবেক লঙ্কান পেসার ও শ্রীলঙ্কার ক্রিকেটে বোলিং কোচের দায়িত্বে থাকা নুয়ান জয়সা এবং অলরাউন্ডার দিলহারা লোকুহেত্তিগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করেন।
আইসিসির নতুন পন্থায় ২৪ ঘণ্টাই নিচের ব্যবস্থাপনায় অভিযোগ দেওয়া যাবে:
আইসিসি ইন্টেগ্রিটি অ্যাপের মাধ্যমে। অ্যাপলের ‘অ্যাপ স্টোর’ কিংবা ‘অ্যান্ড্রয়েড অ্যাপ’ ডাউনলোড করে কিছু নিয়ম অনুসরণ করে অভিযোগ জানানো যাবে।
আইসিসির হটলাইন: +৯৭১৫৬৫৪৫৮৯০৯
আইসিসির ই-মেইল: contactACU@icc-cricket.com
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
এমএইচএম/এমএমএস