ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দলে ডুসেন-আমলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দলে ডুসেন-আমলা দক্ষিণ আফ্রিকা দল। ছবি: সংগৃহীত

পাকিস্তানে বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটসম্যান ফন ডার ডুসেন। 

গেলো বছর দলের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে ঝলক দেখালেও অস্ট্রেলিয়া সফরে দলে জায়গা হয়নি ডুসেনের। তবে আবারও তাকে সুযোগ দেওয়া হয়েছে পারফর্ম করার।

দীর্ঘ সময় পর ওয়ানডে দলে ফিরেছেন প্যাটারসন।  

আঙুলের চোট থেকে সেরে উঠে দলে ফিরেছেন হাশিম আমলা। সম্পূর্ণ সুস্থ না হওয়ায় দলে জায়গা হয়নি জেপি ডুমিনি ও লুঙ্গি এনগিডির।

১৯ জানুয়ারি পোর্ট এলিজাবেথে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, ইমরান তাহির, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ড্যান প্যাটারসন, আন্দিলে ফিকোয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডেল স্টেইন, ফন ডার ডুসেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।