ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির সঙ্গ উপভোগ করছেন রুশো

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
মাশরাফির সঙ্গ উপভোগ করছেন রুশো সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন রুশো-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের পরবর্তী ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। এই ম্যাচের দিকে বিপিএল ভক্তদের বিশেষ নজর থাকবে। কারণ, পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মাঠের লড়াইয়ে নামবে। এই ম্যাচে মাঠে নামতে মুখিয়ে আছেন রংপুর রাইডার্সের প্রোটিয়া তারকা রাইলি রুশো।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের অনুশীলনের এক ফাঁকে পরবর্তী ম্যাচ ও বিভিন্ন প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন রুশো। সেখানেই এক পর্যায়ে দলের অধিনায়ক মাশরাফির সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন বলে জানান এই ওপেনিং ব্যাটসম্যান।

মাশরাফির প্রশংসায় পঞ্চমুখ রুশো বলেন, 'দলে চরিত্র হিসেবে মাশরাফি অবিশ্বাস্য। এই প্রথম তার সঙ্গে কাজ করছি। তার সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। '

নিজেদের পরবর্তী ম্যাচ নিয়েও কথা বলেন রুশো, 'ছেলেরা আগামীকালের ম্যাচের দিকে তাকিয়ে আছে। আমরা জানি ঢাকা অনেক শক্তিশালী দল। বিপিএলের অন্য দলগুলোও তাই। '

বর্তমানে বিপিএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে রংপুর। দলের এই অবস্থান নিয়ে খুশি এই প্রোটিয়া বাঁহাতি ব্যাটসম্যান বলেন, 'এটা খুব ভালো। প্রথম ম্যাচের পর ঘুরে দাঁড়ানো খুব জরুরী ছিল। পরপর দুই ম্যাচ জেতার পর পরের ম্যাচ নিয়ে ছেলেরা বেশ আত্মবিশ্বাসী। আশা করি আগের দুই ম্যাচে আমরা যেভাবে খেলেছি সেটা তৃতীয় ম্যাচেও অনূদিত করতে পারব। '

মিরপুরের পিচ নিয়ে তুমুল সমালোচনা চলছে। এই পিচে রান করতে হিমশিম খাচ্ছেন বিশ্বসেরা তারকারাও। এই বিষয়ে মত জানতে চাইলে উত্তরে রুশো বলেন, 'আমরা জানিনা পরের ম্যাচে কেমন পিচ পেতে যাচ্ছি। মাঝে মাঝে এই উইকেটে ব্যাটিং করা সহজ মনে হয়। হয়তো সিলেট ও চট্টগ্রামে আরও ভালো ব্যাটিং পিচ পাওয়া যাবে। আমরা শতভাগ নিশ্চিত নই কাল কেমন পিচ পাবো।  তবে আশা করি, ভালো উইকেটই হবে। '

অনুশীলনের ফাঁকে হাস্যোজ্জ্বল রাসেল-গেইল।  পরের ম্যাচেই একে অন্যের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবেন এই দুই ক্যারিবীয় তারকা। ঢাকা ডায়নামাইটসে আন্দ্রে রাসেল ও কাইরন পোলার্ডের মতো দুই টি-টোয়েন্টি স্পেশালিস্ট আছেন। যেকোনো ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন এই দুই ক্যারিবীয় দানব। কিন্তু বড় নাম নিয়ে মোটেও চিন্তিত নন রুশো। বরং তার মতে, 'প্রতি দলেই বড় নাম আছে। আপনি যদি সবসময় বড় নামের দিকে তাকান, তাহলে আপনি কোথাও যেতে পারবেন না। আপনাকে দাঁড়াতে হবে এবং তাদের মুখোমুখি হতে হবে। '

শুক্রবার (১১ জানুয়ারি) নিজেদের চতুর্থ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত কোনো ম্যাচ না হারা ঢাকার জন্য এই ম্যাচ জয়ের ধারা বজায় রেখে শীর্ষ স্থান মজবুত করার উপলক্ষ্য আর রংপুরের জন্য টানা তৃতীয় জয় তুলে নেওয়ার সুযোগ। রংপুরের জন্য সর্বশেষ মুখোমুখি হয়ে পাওয়া জয় এই ম্যাচে বাড়তি আত্মবিশ্বাসের খোরাক হতে পারে। ২০১৭ সালের বিপিএল আসরের ফাইনালে সর্বশেষ এই দুই দল মুখোমুখি হয়েছি। সেই ম্যাচ জিতে শিরোপা উৎসবে মেতে উঠেছিল রংপুর।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।