ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অশালীন মন্তব্যের জেরে এবার সম্পর্ক ভাঙলো হার্দিকের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
অশালীন মন্তব্যের জেরে এবার সম্পর্ক ভাঙলো হার্দিকের এশা গুপ্তা ও হার্দিক পান্ডিয়া-ছবি: সংগৃহীত

নারীদের নিয়ে অশালীন মন্তব্যের জেরে এর আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কর্তৃক অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল। যদিও এরইমধ্যে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন হার্দিক। কিন্তু এর জের এবার তার ব্যক্তিগত জীবনেও পড়েছে। কথিত প্রেমিকা ও বলিউড তারকা এশা গুপ্তার সঙ্গে তার সম্পর্ক এখন শেষের ডাক শুনতে পাচ্ছে। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

কিছুদিন আগে করন জোহরের ‘কফি উইথ করন’ নামে ভারতের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে নারীদের নিয়ে অশালীন মন্তব্য করায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তোপের মুখে পড়েন এ দুই ক্রিকেটার। পান্ডিয়া ও রাহুলের ওই মন্তব্যে ভারতজুড়ে শুরু হয় তুমুল সমালোচনা।

দ্রুতই তাদের অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরিয়ে আনে বিসিসিআই। তাদের বিরুদ্ধে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তব এর জেরে যে প্রেমের সম্পর্ক ছিন্ন করবেন এশা, তা হয়তো কারো ধারণায়ও ছিল না।

সম্প্রতি এশা গুপ্তাকে তার কথিত প্রেমিক হার্দিককে নিয়ে প্রশ্ন করা হলে তেলেবেগুনে জ্বলে উঠেন এই বলিউড অভিনেত্রী। উল্টো প্রশ্নকারীর কাছে জানতে চান, ‘কে বলেছে আমরা বন্ধু?’

এশা আরও বলেন, ‘নারীদের নিয়ে এমন অশালীন মন্তব্য করার অধিকার হার্দিককে কে দিয়েছে? নারীরা সবদিক থেকেই পুরুষদের থেকে এগিয়ে। পুরুষরা না সন্তান জন্ম দেন, না গর্ভাবস্থার যন্ত্রণা ভোগ করেন?’

আরেক বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা ও এলি আব্রাহামের সঙ্গে বিচ্ছেদের পর এশা গুপ্তার সঙ্গে সম্পর্কে জড়ান হার্দিক। তবে প্রকাশ্যে এই সম্পর্কের ব্যাপারে মুখ খোলেননি দুজনের কেউই। এমনকি দুজনে একসঙ্গে প্রকাশ্যে ঘুরে বেড়ানো থেকেও বিরত থেকেছেন। যদিও তাদের সম্পর্কের কথা গোপন থাকেনি। তাদের বিয়ে নিয়েও গুঞ্জন ছড়িয়ে পড়ে।

‘কফি উইথ করন’ অনুষ্ঠানে একাধিকবার নারীদের নিয়ে মন্তব্য করেন দুই তরুণ ক্রিকেটার হার্দিক ও রাহুল। গেল সপ্তাহে অনুষ্ঠানটি সম্প্রচার হওয়ার পর পরই সমালোচনার ঝড় ওঠে। অস্ট্রেলিয়া সফরে থাকা অবস্থাতেই এই দুই ক্রিকেটারের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠায় বোর্ড।

ভারতের সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া বিসিসিআইয়ের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরসের (সিওএ) প্রধান বিনোদ রাই সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘আমরা হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলকে তাদের মন্তব্যের জন্য কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের দেওয়া মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে। ’

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পান্ডিয়া আগেই লেখেন ‘কফি উইথ করনে আমার মন্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে, আমি প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি। সত্যি বলতে অনুষ্ঠানের সঙ্গে তাল মেলাতে গিয়ে এমনটা হয়েছে। কোনোভাবেই কাউকে অসম্মান কিংবা আঘাত করার ইচ্ছা আমার ছিল না। ’

তবে পান্ডিয়া ক্ষমা চাইলেও লোকেশ রাহুল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।