এই দাবির পেছনে অবশ্য দারুণ একটি কারনও আছে। যখন-তখন, যেখানে-সেখানে সেঞ্চুরি হাঁকিয়ে বসেন ভারতীয় অধিনায়ক।
গত তিন বছরের ইতিহাস বলছে, ১৫ জানুয়ারিতে টানা তিন বছর কোহলি সেঞ্চুরি হাঁকিয়েছেন। চলতি বছরের প্রথম সেঞ্চুরিটিও এলো এই তারিখে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও হাঁকান সেঞ্চুরি। তার করা ১০৪ রানের ইনিংসটিই ভারতের জয়ে অনে বড় ভূমিকা রাখে।
২০১৭ সালের ১৫ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক। ইংল্যান্ডের ৩৫০ রান তাড়া করতে নেমে কোহলি খেলেন বড় এই ইনিংস। ২০১৮ সালেও এই তারিখে করেন সেঞ্চুরি। তবে তা টেস্ট ম্যাচে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।
তাই এমন এক দিনকে ‘বিরাট কোহলি দিবস’ বললে খুব একটা ভুল হবে না।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এমকেএম