ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভিলিয়ার্স নির্ভরতা নয়, দলের সহযোগিতা চান রংপুর কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
ভিলিয়ার্স নির্ভরতা নয়, দলের সহযোগিতা চান রংপুর কোচ রংপুর রাইডার্স। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

দলে আছেন ক্রিস গেইল, রাইলি রুশো, অ্যালেক্স হেলসের মতো বিশ্ব মাতানো ব্যাটসম্যান। এছাড়া দেশি-বিদেশি মিলিয়ে বোলাররাও কম নন্দিত নন। কিন্তু তবু হেরেই চলছে রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে খেলা ৬ ম্যাচের মধ্যে ৪টিতেই হার মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন রংপুরের। দলের এমন অবস্থায় এবি ডি ভিলিয়ার্স যোগ দেওয়ায় নতুন প্রত্যাশা রংপুরের সমর্থকদের। 

কিন্তু রংপুর কোচ মনে করেন, দলকে জেতানোর দায়িত্ব ডি ভিলিয়ার্সের একার নয়। দলের সবাইকেই সমানভাবে এগিয়ে এসে পারফর্ম করতে হবে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে বাংলাদেশে পা রাখেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক  ডি ভিলিয়ার্স। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে পৌঁছান সিলেটে। তার দলে যোগ দেওয়া বর্তমান চ্যাম্পিয়নদের বাড়তি শক্তি যোগাবে তা নিঃসন্দেহে বলা যায়। কোচ টম মুডিও আশাবাদী।  

তবে সবকিছু ডি ভিলিয়ার্সের ওপর ছেড়ে না দিয়ে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই ডি ভিলিয়ার্স যে কোনও দলের জন্য বাড়তি কিছু। তবে আমি মনে করি না সে জাদুর মতো সবকিছু বদলে দেবে। এটা ভাবা সত্যিই বোকামি হবে। তার অন্তর্ভুক্তিতে আমাদের দলে শক্তি বাড়বে, তবে জিততে হলে বাকিদেরও পারফর্ম করতে হবে। ’

রংপুর কোচ আরও বলেন, ‘আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি সে বিশ্বমানের একজন। দল হিসেবে একজনের দিকে তাকিয়ে থাকলে হবে না, সবাইকে এগিয়ে আসতে হবে, নিজের খেলার উন্নতি করতে হবে। ’

দলের আরেক বিশ্ব তারকা ক্রিস গেইলও এখনও দেখাতে পারেননি তার ঝলক। রংপুরের হয়ে এবারের আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে রান করেন মাত্র ৪০। তা নিয়ে অবশ্য চিন্তিত নন কোচ। বলেন, ‘গেইল নিজেও তার পারফরম্যান্সে হতাশ। তবে আমরা জানি ওর মানের একজন ক্রিকেটার যে কোনও সময় জ্বলে উঠবে। ওর ব্যাট যখন জ্বলে উঠবে, প্রতিপক্ষ বোলারদের জন্য তখন আমার মায়াই লাগবে!’

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।