ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

খুলনার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
খুলনার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে রংপুর ছবি: বাংলানিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৫তম ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স। যেখানে টসে জিতে ইতোমধ্যে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই আসরে দু’দলের প্রথম দেখায় জয় নিয়ে মাঠ ছেড়েছিল রংপুর।

মঙ্গলবার (২২ জানুয়ারি) মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

ষষ্ঠ আসরের লিগ টেবিলে বর্তমানে রংপুরের অবস্থান পাঁচে।

৭ ম্যাচে তিন জয় ও চার হারে ৬ পয়েন্ট অর্জন করেছে দলটি। তবে নাজুক অবস্থা খুলনার। ৭ ম্যাচের মধ্যে মাত্র একটি জয় ও ছয়টি ম্যাচে হারে দুই পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে রয়েছে মাহমুদউল্লাহ বাহিনী।

খুলনা টাইটান্স একাদশ: জুনায়েদ সিদ্দিকী, নাজমুল হোসেন শান্ত, আল আমিন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), ব্র্যান্ডন টেইলর (অধিনায়ক), আরিফুল হক, ডেভিড উইসি, তাইজুল ইসলাম, ইয়াসির শাহ, জুনায়েদ খান, সুভাশীষ রায়।

রংপুর রাইডার্স একাদশ: ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলে রুশো, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), নাহিদুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ফারহাদ রেজা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, সোহাগ গাজী।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।