এবারই প্রথম এশিয়ার বাইরে (জিম্বাবুয়ে বাদে) কোহলিকে কোনো ওয়ানডের জন্য বিশ্রাম দেওয়া হলো। মূলত চলতি বছর ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে কোহলির ওপর অতিরিক্ত চাপ কমাতেই ভারতীয় বোর্ডের এই সিদ্ধান্ত।
এর আগে গত বছরের মার্চে শ্রীলঙ্কার মাটিতে নিদাহাস কাপ। জুনে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে বিশ্রাম দেওয়া হয়েছিল কোহলিকে।
বিসিসিআইয়ের এক বিবৃতিতে জানানো হয় আগামী মার্চে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে দলে ফিরবেন কোহলি।
এদিকে নিউজিল্যান্ড সিরিজসহ সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে সীমিত ওভারে বিশ্রামে ছিলেন ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে কিউইদের প্রথম ম্যাচে হারিয়ে ১-০ ব্যবধানে লিড নিয়েছে ভারত।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৯
এমএমএস