ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘যে কোনো ক্রিকেটারের স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
‘যে কোনো ক্রিকেটারের স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার’

চট্টগ্রাম: শেষ ৪২ বলে দরকার ৭০ রান। হাতে ৮ উইকেট। মনে হচ্ছিলো জয়ের খুব কাছে চিটাগং ভাইকিংস। কিন্তু ক্রিকেট অবিশ্বাসের খেলা। পর পর তিন ওভারে উইকেট হারিয়ে দলটি চলে যায় খাদের কিনারায়। শেষ দিকে সিকান্দার রাজা ও নজিবুল্লাহ কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী কিংস।

শনিবারের (২৬ জানুয়ারি) এ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চিটাগং ভাইকিংসের ইয়াসির আলী হারের জন্য দ্রুত উইকেট হারানোকে দায়ী করলেন, ‘হয়তো ব্যাটসম্যানরা আরও দায়িত্ব নিলে ম্যাচটা আমরা জিততাম। ’

গত ম্যাচেও টসে জিতে ফিল্ডিং নেয় চিটাগং।

এ ম্যাচেও তেমন ঘটেছে। এখনো পর্যন্ত চট্টগ্রাম পর্বের প্রতিটি ম্যাচ জিতেছে প্রথম ব্যাটিং করা দল। তবে টসে জিতে ফিল্ডিং নেওয়ার ব্যাখ্যা দেন ইয়াসির।  

তিনি বলেন, ‘কয়েকজন জেনুইন বোলারের ইনজুরিতে। সেদিকটা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ব্যাটিং ভালো না হওয়ায় ম্যাচ ফসকে গেছে। ’

চট্টগ্রামের ক্রিকেটার ইয়াসির বিপিএলে নিজের ব্যাটিং সামর্থ্য দেখিয়ে নজর কাড়ছেন। মিডল অর্ডার কিংবা ওপেনিংয়ে নেমেও তিনি রান পাচ্ছেন।

এ ব্যাপারে ইয়াসির বলেন, ‘চাপমুক্ত খেলতে পারছি। কোচ থেকে শুরু করে সবাই মানসিকভাবে সাপোর্ট দিচ্ছেন। সেজন্য ইনিংসগুলো বড় হচ্ছে। ’

‘যে কোনো ক্রিকেটারের স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। ভালো খেলার চেষ্টা করছি। এরপর যদি সুযোগ আসে তাহলে সর্বোচ্চ চেষ্টা করবো। ’

এর আগে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় চিটাগং ভাইকিংস। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১৯৮ রান তোলে মেহেদি হাসান মিরাজের দল। ১৯৯ রানের বড় লক্ষ্য তাড়া করনে নেমে ভাইকিংস থেমে যায় ১৯১ রানে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এসইউ/এইচএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।