সিরিজের প্রথম টেস্টে হোল্ডারের ডাবল সেঞ্চুরির সুবাদে ইংল্যান্ডকে ৩৮১ রানের বিশাল ব্যবধানে হারায় ক্যারিবীয়রা। এছাড়া ২টি উইকেটও নেন এই দলনেতা।
অভিষেক ডাবল সেঞ্চুরি পাওয়া হোল্ডারের এই সপ্তাহটি শুধুই পাওয়ার। বোলিং অলরাউন্ডার হিসেবে আইসিসির সেরা একাদশেও জায়গা করে নেন। তবে প্রথম টেস্টে তার ব্যাটিংটাই বেশি কাজে দেয়। খেলেন ২০২ রানের ঝলমলে এক ইনিংস। তার নেতৃত্বে সফরকারীদের প্রথম ইনিংসে মাত্র ৭৭ রানে অলআউট করে স্বাগতিকরা।
এদিকে শীর্ষে আসার ফলে হোল্ডারের বর্তমান রেটিং পয়েন্ট দাঁড়ালো ৪৪০-তে। দ্বিতীয়স্থানে থাকা সাকিবে রেটিং পয়েন্ট ৪১৫।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ২৭, ২০১৯
এমএমএস