ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিরতির দিন অনুশীলনে মাশরাফি-সাকিবরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
বিরতির দিন অনুশীলনে মাশরাফি-সাকিবরা বিরতির দিন অনুশীলনে মাশরাফি-সাকিবরা। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চট্টগ্রাম পর্বের বিরতির দিন রোববার (২৭ জানুয়ারি) অনুশীলন করেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, রানার্সআপ ঢাকা ডায়নামাইটস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সকাল ১০টা থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শুরু করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১২ টা পর্যন্ত চলে তাদের অনুশীলন।

এরপর দুপুর একটায় মাঠে ঢুকে রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস। প্রায় দুই ঘণ্টা ঘাম ঝড়িয়ে মাঠ ছাড়ে মাশরাফি ও সাকিবের দল।

তবে দলের সঙ্গে মাঠে আসলেও অনুশীলন করেননি রংপুরের অধিনায়ক মাশরাফি। এ ছাড়া হোটেলে বিশ্রামে কাটিয়েছেন ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স। গত ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যালেক্স হেলস মাঠে না আসলেও আরেক সেঞ্চুরিয়ান রুশো অনুশীলন করেছেন।

অন্যদিকে ঢাকার অধিনায়ক সাকিবসহ পুরো টিম পুরোদমে অনুশীলন করেছেন।

কাল সোমবার দিনের প্রথম খেলায় খুলনা টাইটান্সের সঙ্গে খেলবে কুমিল্লা। রাতে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।