সোমবার (২৮ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
এর আগে দু’দলের প্রথম ম্যাচে জয় পেয়েছিল সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।
৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে বিপিএল টেবিলের তিনে রয়েছে ঢাকা। তবে নয় ম্যাচে সমান ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে চারে রংপুর।
ঢাকা ডায়নামাইটস একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), রুবেল হোসেন, শুভাগত হোম, রনি তালুকদার, শাহাদাত হোসেন, কাজী অনিক, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনীল নারাইন, হযরতউল্লাহ জাজাই।
রংপুর রাইডার্স একাদশ: ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলে রুশো, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন (মোহাম্মদ মিঠুন), নাহিদুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম, ফরহাদ রেজা, শফিউল ইসলাম, শহীদুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৯
এমএমএস