ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইনিংস পরাজয় এড়াতে লড়ছেন সৌম্য-মাহমুদুল্লাহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
ইনিংস পরাজয় এড়াতে লড়ছেন সৌম্য-মাহমুদুল্লাহ ইনিংস পরাজয় এড়াতে লড়ছেন সৌম্য-মাহমুদুল্লাহ

হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে ইনিংস পরাজয় এড়াতে লড়ে যান সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম সেশনটা ভালভাবেই পার করেছে টাইগাররা। অভিষেক টেস্টেই সেঞ্চুরির দেখা পান সৌম্য সরকার।

৪ উইকেটে ১৭৪ রানে দিনের দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ৩৯ রানে অপরাজিত থাকা সৌম্য সরকার তুলে নেন টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি।

আর ১৫ রানে অপরাজিত থাকা অধিনায়ক মাহমুদুল্লাহ করেন টেস্ট ক্যারিয়ারের ১৬তম অর্ধ-শতক।
  
এই দুইজনের ব্যাটে ভর করেই ইনিংস পারাজয় এড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। প্রথম সেশনে কোনো উইকেটের পতন ঘটেনি বাংলাদেশের। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩১০ রান। ১৭১ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সৌম্য সরকার ১২৩ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৬৫ রানে অপরাজিত আছেন। ১৮৪ রানের পঞ্চম উইকেট জুটি গড়ে অবিচ্ছিন আছেন তারা।
 
এর আগে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৭১৫ রান করে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।
 

বাংলাদেশ সময়: ০৬৪৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
আরএআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।