ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরির পর মাহমুদউল্লাহ’র ক্যারিয়ার সেরা ইনিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
সেঞ্চুরির পর মাহমুদউল্লাহ’র ক্যারিয়ার সেরা ইনিংস সেঞ্চুরির পর মাহমুদউল্লাহ’র ক্যারিয়ার সেরা ইনিংস

হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে দলের ইনিংস হার বাঁচাতে সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে লড়ে গেলেন দীর্ঘ সময়। পেয়ে গেলেন সেঞ্চুরি। খেললেন ১৪৬ রানের অসাধারণ এক ইনিংস। যদিও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েও ইনিংস হার এড়াতে পারেননি মাহমুদউল্লা ও তার দল।

৪৪তম টেস্ট খেলতে নামা মাহমুদউল্লাহ রোববার তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। পরে খেলেন ক্যারিয়ার সেরা ইনিংসও।

শেষ পর্যন্ত তিনি টিম সাউদির বলে বোল্টকে ক্যাচ দেওয়ার আগে ২২৯ বলে ২১টি চার ও ৩টি ছক্কায় ১৪৬ রান করেন। গত বছরই মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ১৩৬ রান ছিল আগের সেরা ইনিংস।

চতুর্থ দিন পঞ্চম উইকেট জুটিতে দারুণ খেলে ২৩৫ রানের পার্টনারশিপ গড়েন সৌম্য ও মাহমুদউল্লাহ। তবে অন্য ব্যাটসম্যানরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে না পারায় এক ইনিংস ও ৫২ রানে হার মানে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।