ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভেসে গেলো ওয়েলিংটনের প্রথমদিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
ভেসে গেলো ওয়েলিংটনের প্রথমদিন প্রথমদিন বৃষ্টিতে শেষ। ছবি: সংগৃহীত

ভেসে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথমদিন। সকাল থেকেই বৃষ্টির হানা থাকলেও স্থানীয় সময় বিকেল ৩টার দিকে অবশেষে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি ডেভিড বুন।

এর আগে ওয়েলিংটনে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি বাংলাদেশ সময় শুক্রবার (০৮ মার্চ) ভোর ৪টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি।  

সকাল থেকে বৃষ্টি হওয়ায় মাঠে পানি জমে যায়।

আম্পায়ার ও ম্যাচ রেফারি জানান, মধ্যাহ্ন বিরতি পর্যন্ত তারা অপেক্ষা করবেন। এরপরও খেলা শুরু করা না গেলে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হবে। তবে মাঠে যে পরিমাণ পানি জমেছে তাতে বৃষ্টি থেমে গেলেও বাকি সময়টায় মাঠ খেলার উপযোগী করে তোলা খুবই কঠিন হবে।  

তিন ম্যাচ টেস্টে সিরিজের প্রথম টেস্টে কিউইদের কাছে ইনিংস ও ৫২ রানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।