রান খরায় ভোগা মার্করাম প্রথম তিন ম্যাচের জন্য বিবেচিত হননি। তবে সম্প্রতি দেশটির ঘরোয়া লিগ মোমেন্টাম ওয়ানডে কাপে টাইটান্সের হয়ে পর পর দুই ম্যাচে সেঞ্চুরি করেন তিনি।
এদিকে রেজা হেনড্রিক্স ও উইয়ান মুলডার মূল স্কোয়াড থেকে শেষ দুটি ম্যাচে বাদ পড়েছেন। ফলে বর্তমান দল ১৪ থেকে বেড়ে ১৫-তে দাঁড়ালো।
পোর্ট অব এলিজাবেথ ও কেপ টাউনে শেষ দুটি ম্যাচ ১৩ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক দ.আফ্রিকা।
শেষ দুই ওয়ানডের জন্য দক্ষিণ আফ্রিকা দল: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, ইমরান তাহির, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, অ্যানরিচ নরজে, আন্ডিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডেল স্টেইন, র্যাসি ভ্যান ডার ডুসেন।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ১১ মার্চ, ২০১৯
এমএমএস