ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় টেস্টে অনিশ্চিত উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
তৃতীয় টেস্টে অনিশ্চিত উইলিয়ামসন তৃতীয় টেস্টে অনিশ্চিত উইলিয়ামসন। ছবি: সংগৃহীত

কাঁধের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তৃতীয় টেস্টে অনিশ্চিত নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনের সকালে ফিল্ডিং করার সময় চোট পান তিনি। আর মঙ্গলবার (১২ মার্চ) এমআরআই স্ক্যান করানো হলে দেখা যায় ইনজুরি আরও বেড়েছে।

এর আগে চতুর্থ দিন ব্যাটি করার সময় চোটের কারণে বেশ ভুগতে হয় উইলিয়ামসনকে।

কিউই হেড কোচ গ্যারি স্টিড জানান, তৃতীয় টেস্টের ভেন্যু ক্রাইচস্টচার্চে উইলিয়ামসন দলের সঙ্গেই যাবে।

সেখান থেকে তার অবস্থান মূল্যায়ন করে বলা যাবে সে খেলবে কিনা। ১৬ মার্চ হেগলি ওভারে সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

এদিকে ম্যাচের্ পঞ্চম দিন সকালে উইকেটরক্ষক বিজে ওয়াটলিংও হ্যামিস্ট্রিংয়ে চোট পান। তবে স্টিড জানান, তৃতীয় টেস্টে ফিট থাকতেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।