মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীর একটি অভিজাত হোটেলে সহজ ফুড ডেলিভারি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব তথ্য জানান তিনি।
সহজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ বলেন, নিউজিল্যান্ড সফরে অংশগ্রহণ করতে পারিনি অসুস্থতার জন্য।
সহজ ফুডের বিষয়ে তাসকিন বলেন, আমি যখন অসুস্থ ছিলাম তখন বাসায় বসে এই সহজ ফুড সার্ভিসের ট্রাই করেছি। তাদের সার্ভিসটা আসলেই ভালো। অনেক কম সময়ে ভালো মানের খাবার তারা নিশ্চিত করে। আমার সবচেয়ে ভালো লেগেছে সহজের কাস্টমার সার্ভিস।
প্রায় ১ হাজারের অধিক রেস্টুরেন্ট সার্ভিসের সহযোগিতায় চালু হলো সহজ ফুড ডেলিভারি সার্ভিস।
উদ্বোধনী অনুষ্ঠানে এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও মূল উদ্যোক্তা মালিহা এম কাদের বলেন, আমাদের সঙ্গে প্রায় ১ হাজারের অধিক রেস্টুরেন্ট রয়েছে। কাস্টমাররা অর্ডার করার পর এই যানজটের শহর ঢাকাতে অনেক কম সময়ের মধ্যে খাবার পৌঁছে দেবো আমরা। আমাদের খাবার পরিবহনকারীদের সবসময় প্রশিক্ষণের আওতায় রাখি, যেন সেবার মান উন্নত থাকে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এমএএম/এমজেএফ